ভালুকায় সহকর্মীর শটগানের গুলিতে আনসার সদস্য নিহত

Posted on December 30, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় সহকর্মীর শটগানের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সুলতানা সোয়েটার্স লিমিটেড’ কারখানায় এই ঘটনা ঘটে।

​নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে (২২) গ্রেফতার করেছে। নোমান সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় নিরাপত্তার দায়িত্বে মোট ২০ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। ঘটনার সময় বজেন্দ্র ও নোমান কারখানার ভেতরে একসঙ্গে বসে ছিলেন। এ সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলিটি সরাসরি বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ​পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নোমান মিয়াকে হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

​ওসি আরও জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।