সিনেমাকে বিদায় জানালেন থালাপতি বিজয়

Posted on December 30, 2025

বিনোদন ডেস্ক: মাত্র ৫১ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত তামিল সিনেমা ‘জানা নায়গান’-এর গানমুক্তি অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই ঘোষণা দেন বিজয়।

হাজারো অনুরাগীর সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানান, ‘জানা নায়গান’ই হবে তার অভিনীত শেষ সিনেমা। অর্থাৎ, এই সিনেমার মাধ্যমেই তিনি পাকাপাকি ভাবে বিদায় জানাচ্ছেন সিনেমা জগতকে।

বিজয়ের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সেই। মাত্র ১০ বছর বয়সে তামিল সিনেমা ‘ভেত্রি’-তে শিশুশিল্পী হিসেবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করেছেন ধাপে ধাপে। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ সিনেমার মাধ্যমে প্রথমবার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন বিজয়। সেখান থেকেই শুরু হয় টানা ৩৩ বছরের এক দীর্ঘ, নিরবচ্ছিন্ন অভিনয়যাত্রা।

অবসরের ঘোষণা দিতে গিয়ে নিজের জীবনের নানা অধ্যায়ের কথা তুলে ধরেন বিজয়। তিনি বলেন, এই দীর্ঘ সময়ে তাকে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। নেতিবাচক ও ইতিবাচক—সব ধরনের মন্তব্যই তাকে সহ্য করতে হয়েছে। তবু থেমে যাননি তিনি। কারণ, প্রতিটি কঠিন সময়ে তার পাশে ছিলেন অনুরাগীরা।

বিজয়ের ভাষায়, অনুরাগীদের অকুণ্ঠ ভালোবাসাই তাকে এতগুলো বছর সিনেমার সঙ্গে যুক্ত রেখেছে। দর্শকদের মুখের দিকে তাকিয়েই তিনি বছরের পর বছর কাজ করে গেছেন। তাই আজ অভিনয় ছাড়ার সিদ্ধান্তটিও তিনি নিয়েছেন সেই অনুরাগীদের কথাই ভেবে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়ার কথাও স্পষ্ট করে জানান বিজয়। তিনি বলেন, অনুরাগীরা ছাড়া তিনি অসম্পূর্ণ। তাই জীবনের বাকি সময়টুকু তিনি তাদের জন্যই উৎসর্গ করতে চান। আগামী দিনগুলোতে রাজনীতিবিদ হিসেবেই নিজেকে মেলে ধরতে চান তিনি।

আরও পড়ুন:

কনসার্টে হামলার বিষয়ে যা বললেন জেমস 

মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব