খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

Posted on December 30, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের অন্যতম এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই জামায়াত আমির তার শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।

সকাল ৭টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

জামায়াত আমির তার এই বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন, সেই দোয়াও করেন তিনি।

বিএনপি নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।

আরও পড়ুন:

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই