বিনোদন ডেস্ক : মাঝে মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকেন ‘সা রে গা মা পা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কখনও মাদক কাণ্ডে, কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেম নিয়ে আলোচনায় আসার পরই নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনলেন নোবেল। এবারের বিয়ে নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের নতুন প্রেমের তিনটি ছবি প্রকাশ করার পর আবারও নোবেল তার ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
ওই স্ট্যাটাসে নোবেল জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বিয়ে করেছেন নোবেল। ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নোবেলের এটি চতুর্থ বিয়ে হলেও আরশির এটি দ্বিতীয় বিয়ে।
নোবেলের সর্বশেষ স্ত্রী ছিলেন সালসাবিল মাহমুদ। কয়েক মাস আগে সালসাবিলের সঙ্গে নোবেলের বিবাহবিচ্ছেদ ঘটে। মিডিয়ায় সালসাবিল ডিভোর্সের কারণ জানান, নোবেল মানসিকভাবে অসুস্থ এবং অতিমাত্রায় মাদকাসক্ত। তার সঙ্গে সংসার করা সম্ভব নয়।
অন্যদিকে খুলনার মেয়ে আরশির সাবেক স্বামীর নাম নাদিম আহমেদ। পেশায় ফুড ব্লগার। আরশিও একজন ফুড ব্লগার। নতুন এ জুটির পরিচয় হয় ফেসবুকেই। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের। সোশ্যাল মিডিয়ার পরিচয় থেকে একাধিকবার দেখাও করেছেন তারা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে। এরপরই বিয়ের সিদ্ধান্তে পৌঁছান আরশি-নোবেল।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন কণ্ঠশিল্পী নোবেল। কিন্তু জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। কারণ, ব্যক্তিগত জীবনের একের পর এক বিতর্ক নোবেলের খ্যাতি পড়তির দিকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চতুর্থ বিয়ে করলেন নোবেল https://corporatesangbad.com/52955/ |