![]() |

কপোরেট সংবাদ ডেস্ক: বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই-এর যৌথ উদ্যোগে সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনারি জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর ঢাকা রেডিসন হোটেলে “রিডিফ দ্য অর্ডিনারি, রিডিফ দ্য বর্ডারি” শীর্ষক থিমে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি। অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনাল ও এসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক অংশীদার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেলি স্টেশনারি পণ্যসমূহ এসিআই-এর শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। ডেলির পণ্যসমূহ আধুনিক ডিজাইন, টেকসই মান এবং ব্যবহারবান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি, যা শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে করবে আরও সহজ ও কার্যকর।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। “রিডিফ দ্য অর্ডিনারি, রিডিফ দ্য বর্ডারি” থিমের মাধ্যমে ডেলি ও এসিআই প্রতিশ্রুতিবদ্ধ যে, তারা আন্তর্জাতিক ও উন্নত স্টেশনারি পণ্যের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডেলি ও এসিআইয়ের যৌথ উদ্যোগে স্টেশনারি জগতে নতুন দিগন্তের সূচনা https://corporatesangbad.com/529538/ |