প্রাইম ইসলামী লাইফের ২৫তম এজিএম অনুষ্ঠিত

Posted on December 24, 2025

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৪ ডিসেম্বর) সেনা গৌরব হল, এস.কে.এস টাওয়ার, ৭ ভিআইপি রোড, মহাখালীতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সভা শুরু হয়। সভায় মাননীয় চেয়ারম্যান কোম্পানীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ আধুনিক সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বর্তমান সময়ের প্রতিকুল পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ার হোল্ডারগন অংশ গ্রহন করেন।

আরো উপস্থিত ছিলেন- শরীয়াহ কাউন্সিলের সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম ও অ্যাডভাইজার টু দি বোর্ড এ.টি.এম হামিদুল হক চৌধুরী এবং চীফ কনসালন্টে টু দি বোর্ড রহিম উদ্-দৌলা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।