ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ

Posted on December 24, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের ৮টি বিভাগের জন্য ৮টি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রিলিজ করা হয়েছে ঢাকা বিভাগের জন্য নির্মিত গান। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে, গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন:

সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন, চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই: সিইসি