![]() |

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা।
এছাড়াও ডঃ জাবিলুর রহমান সিনহা উপ-ব্যবস্থাপনা পরিচালক, জাহানারা মিজান সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তাসনিম সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তানভীর সিনহা-পরিচালক, সাবরিনা জুনেদ-পরিচালক, ফাহিম সিনহা-পরিচালক, দাস দেবা প্রসাদ-স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটি ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান, এহসান উল ফাত্তাহ-স্বতন্ত্র পরিচালক, কাজী ছানাউল হক স্বতন্ত্র পরিচালক, নিরঞ্জন চন্দ্র দেবনাথ-মনোনীত পরিচালক, মোঃ হাসিবুর রহমান-অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স, কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ-নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), মোঃ আরশাদুল কবির, এফসিএ, সিনিয়র জি.এম. এবং মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, এফসিএস- কোম্পানী সচিব, সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগ দান করেন।
সভায় কোম্পানীর ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা সমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।
উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৯ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/529271/ |