![]() |

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি সম্প্রতি (৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ আর্থিক সাক্ষরতা অনুষ্ঠান আয়োজন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ উৎসবে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ-এর চেয়ারম্যান জনাব মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস-এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মো. মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং আইএফআইসি ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকগন এবং আইএফআইসি ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ ব্রাঞ্চের চিফ ম্যানেজার জনাব মঞ্জুরুল মুমিন স্বাগত বক্তব্যে প্রদান করেন। এরপর পেশাগত দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে একটি দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন প্রদান করেন।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক দেশব্যাপী স্কুল-কলেজ-উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বছরজুড়ে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে আসছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত https://corporatesangbad.com/529136/ |