সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Posted on December 17, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার রাতে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

থানা সূত্রে জানা যায়, ধানগড়া প্রামানিক পাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন রায়গঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব তৌকির আহমেদ স্বপন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রবিবার দুপুরে নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম একটি চটের ব্যাগে করে চার লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে ধানগড়া বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছালে স্বপন ও তার সহযোগীরা তার গতিরোধ করে মারধর করে এবং সঙ্গে থাকা চার লাখ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মামলার এজাহার অনুযায়ী আসামিরা হলেন—ধানগড়া মহল্লার আব্দুস সালামের ছেলে তৌকির আহমেদ স্বপন (৩৯), একই এলাকার কামরুজ্জামান বাবুর ছেলে মো. প্রান্ত (২৫), বেতুয়া পূর্বপাড়ার দেরাজ আলীর ছেলে মো. শাহিন (২৬) এবং মহেশপুর গ্রামের আবু আক্তারের ছেলে মো. তানভীর (২৩)। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনার পর রাতেই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি বলে তিনি জানান।