![]() |

কর্পোরেট ডেস্ক: পর্যটননগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার শাখায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান।
সভায় চট্টগ্রাম জোনের প্রধান সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়া প্রধান রফিকুল হায়দারসহ সকল শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কক্সবাজারে ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চায়। এ অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে সিএমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই। গ্রাহকদের লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস উদ্যোগ’ বাস্তবায়ন করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ বাস্তবায়নে অনলাইন এবং প্লানেট অ্যাপের মাধ্যমে সবধরনের ব্যাংকিং সুবিধা প্রদান ও লেনদেন নিশ্চিত করতে কাজ করছি।
তিনি আরও বলেন. ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। সুশাসনই হবে ব্যাংকের আগামীদিনের পথ চলার মূলভিত্তি। ঋণ আদায়ে তদারকি বাড়াতে হবে। গ্রাহক বাছাই, ঋণ আবেদন যাচাই-বাছাই এবং ঋণ প্রদানের ক্ষেত্রে নিয়মনীতিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/529093/ |