বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশীমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার রেল স্টেশন রোডের সামনে থেকে ৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ছোট আঁচড়া গ্রামের নতুন থানা ভবনের পিছন থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর গ্রামের পল্টু সর্দারের ছেলে মেহেদী হাসান (২১), দিঘীরপাড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে গফ্ফার সরদার (৪৩) ও বড় আঁচড়া গ্রামের কাওছার মোল্লার ছেলে মুসা মোল্লা( ২৪)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ, ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেনাপোলে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার-৩ https://corporatesangbad.com/5287/ |