![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই পদায়ন কার্যকর হয় এবং তা অবিলম্বে কার্যকর হবে।
নতুন পদায়নপ্রাপ্ত ওসিরা হলেন-মতিহার থানায় আবুল কালাম আজাদ, বোয়ালিয়া মডেল থানায় রবিউল ইসলাম, বেলপুকুর থানায় মো. আরজুন, রাজপাড়া থানায় মো. আব্দুল মালেক, পবা থানায় আব্দুল মতিন, কাটাখালী থানায় মো. সুমন কাদেরী, এয়ারপোর্ট থানায় মাছুমা মুস্তারী, শাহমখদুম থানায় ফারুক হোসেন।
এছাড়া কাশিয়াডাঙ্গা থানায় মো. ফরহাদ আলী, দামকুড়া থানায় মো. আজিজুল বারী ইবনে জলিল, চন্দ্রিমা থানায় মো. মনিরুল ইসলাম ও কর্ণহার থানায় মো. হাবিবুর রহমান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএম বলেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে এই পদায়ন করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল https://corporatesangbad.com/528498/ |