বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: ডা. জাহিদ

Posted on December 6, 2025

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বিদেশ যাওয়ার মতো না। তাই তার বিদেশ যাওয়া কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে এখনই যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

শনিবার (৬ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জাহিদ বলেন, ১২-১৪ ঘন্টা ফ্লাইটে অবস্থান করা একজন অসুস্থ মানুষের জন্য সহজ নয়। মেডিকেল বোর্ড যখন তার স্বাস্থ্যের অবস্থা বিদেশে নেওয়ার মতো দেখবে তখনই তাকে বিদেশে নেওয়া হবে।

তিনি বলেন, বেগম জিয়াকে যুক্তরাজ্যে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। অন্তর্বর্তী সরকারসহ সব রাজনৈতিক দল আমাদের নিজেদের অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, বেগম জিয়ার চিকিৎসা সমন্বয়ের জন্য তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা ও তদারকি করছেন। এ ছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক তদারকি করছেন এবং চিকিৎসকদের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছেন।

বিদেশ নেয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল।’ তিনি জানান, আগে বিদেশে নেয়ার সিদ্ধান্তের কথা বলা হলেও কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি। এ ছাড়া মেডিকেল বোর্ডের মতে, বেগম জিয়াকে এখনই বিদেশে নেয়া সম্ভব নয়।

এরচেয়েও প্রতিকুল অবস্থা থেকেও তিনি আগে ফিরে এসেছেন সবার কাছে দোয়া প্রার্থনা। বিদেশ নিতে শারীরিক সক্ষমতার জন্য অপেক্ষা করা হচ্ছে, বিভ্রান্তী না ছড়ানোর আহ্বান জানান ডা. জাহিদ।