![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, আটকরা হলেন—কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নয়াবাড়ি গ্রামের মাসুদ রানা (২৭), বানিয়াটারী গ্রামের মামুন মিয়া (২৬) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রেজাউল করিম (৪০)। তারা পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪) ব্যবহার করে গাঁজা পরিবহন করছিলেন।
অভিযানে গাড়ি থেকে আটটি পোটলায় মোট ৪৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৩ https://corporatesangbad.com/528329/ |