সেভেন রিংস সিমেন্টের ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫ উদযাপন

Posted on December 6, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে সেভেন রিংস সিমেন্ট রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করেছে “ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫” । এবারের আয়োজনে থিম ছিল “স্কেচ টু স্ট্রাকচার”, যেখানে একটি কনসেপ্ট কীভাবে বাস্তব স্থাপনায় রূপ নেয়, সেই যাত্রাকেই বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েট, এ.ইউ.এস.টি., এমআইএসটি-সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকেরা। এছাড়া আইএবি, আইইবি, পিডব্লিউডি, রাজউক,সিএএবি, বিএসটিআই, ডিপিএইচই, বাংলাদেশ রেলওয়ে, মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা ব্রিজ প্রজেক্ট, ঢাকা এমআরটি ডেভেলপমেন্ট, এলজিইডি, এমইএস-সহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে যুক্ত স্থপতি, প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরাও অংশ নেন। এছাড়া, সেভেন রিংস সিমেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস-চেয়ারম্যান এস. রায়হান আহমেদ ও ডিরেক্টর সাইফ রহমানসহ কোম্পানির উদ্ধর্তন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সেভেন রিংস সিমেন্টের প্রতিনিধিরা বলেন, দেশের প্রকৌশলী ও স্থপতিদের পাশে প্রতিষ্ঠানটি সবসময় আছে এবং তাদের উন্নয়নেও কাজ করছে। পরে “স্কেচ টু স্ট্রাকচার” থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা অনুষ্ঠানের মূল বার্তা ছিলো একটি কনসেপ্ট কীভাবে প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে শক্ত, মানসম্মত কাঠামোয় পরিণত হয়।

সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, “আজকের এই অনুষ্ঠান প্রকৌশলী ও স্থপতি কমিউনিটির প্রতি আমাদের অঙ্গিকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি সহযোগিতা এবং প্রতিভা স্বীকৃতি মাধ্যমে দেশের অবকাঠামোগত অগ্রগতি ‘স্কেচ থেকে স্ট্রাকচার’ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে।”

অনুষ্ঠানে দেশের অবকাঠামো নির্মানে অসামান্য অবদান রাখা স্থপতি ও প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সেভেন রিংস সিমেন্ট ব্যবহৃত দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের উপস্থাপনা দেখানো হয়, যা বড় নির্মাণ উদ্যোগে ব্র্যান্ডটির নির্ভরযোগ্য ভূমিকা আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ পেশাজীবী থেকে শুরু করে তরুণ স্থপতি ও নতুন প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এরপর ছিলো সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজন বাংলাদেশে টেকসই ও মানসম্মত নির্মাণচর্চা এগিয়ে নিতে সেভেন রিংস সিমেন্টের দীর্ঘদিনের লক্ষ্যকেও সামনে এনেছে। বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিশেষজ্ঞদের একত্রিত করে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে, দেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা, অভিজ্ঞতা ভাগাভাগি এবং নতুন আইডিয়া গুরুত্ব কতটা। এই অনুষ্ঠান ভবিষ্যতের নতুন প্রকল্প ও উন্নয়নের জন্য অনুপ্রেরণা দিয়েছে এবং প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে সম্পর্কও আরও দৃঢ় করেছে।

এর মাধ্যমে সেভেন রিংস সিমেন্ট প্রমান করল, শিল্পের উৎকর্ষকে সম্মান জানাতে এবং দেশের নির্মাণ অগ্রগতিকে এগিয়ে নেওয়া সৃজনশীল ভাবনাকে অনুপ্রাণিত করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।