শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর লাশ মিললো খালে

Posted on December 6, 2025

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুলমতি বেগম ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।

শুক্রবার উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রের বরাতে জানা যায়, গত ১লা ডিসেম্বর রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন তিনি। ৪ দিন ধরে খোঁজাখুঁজি, মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। তাদের ধারণা রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের খালে ফেলে যায়।

নিহতের ভাই বাসির মিয়া অভিযোগ করে বলেন, আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী তার তো কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা আমার বোনকে হত্যা করেছে জানি না, তবে আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন , ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যাবে।'