২ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.১ শতাংশ বৃদ্ধি

Posted on December 4, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি অর্থবছরের (২০২৫-২৬) ১ জুলাই থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ১৩ হাজার ২৮৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১ হাজার ৩৪৪ মিলিয়ন ডলার।

চলতি ডিসেম্বর মাসের প্রথম দুই দিনে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২০.১ শতাংশ বৃদ্ধি হয়েছে। এই দুই দিনে দেশে ২৪৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০৭ মিলিয়ন ডলার।