যশোরে লটারিতে ৯ থানার নতুন ওসি হলেন যারা

Posted on December 3, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: লটারির মাধ্যমে সারাদেশের ন্যায় যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে। ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার ৯ থানায় পদায়নকৃত ওসিরা হলেন- যশোর কোতয়ালি থানায় ফারুক আহম্মেদ, বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা থানায় মারুফ হোসেন, ঝিকরগাছা থানায় শাহ জালাল আলম, চৌগাছা থানায় রেজাউল করিম, অভয়নগর থানায় এসএম নূরুজ্জামান, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান, কেশবপুর থানায় সুকদেব রায় ও মণিরামপুর থানায় রজিউল্লাহ খান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন, লটারির ভিত্তিতে ওসিদের বদল হওয়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশ পাইনি।

আরও পড়ুন:

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা

এবার লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন