![]() |

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নিয়ম বহিঃর্ভুত ভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বেলা পৌনে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি টিম। অভিযানে দামুড়হুদা বাজারের মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রোকারিজ গার্ডেন এবং মেসার্স জননী ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষুধ ও জ্বালানী গ্যাস তদারকি করা হয়।
এ সময় নিয়ম বহিঃর্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আলমগীর হোসেন এর প্রতিষ্ঠান মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের মেজবাউদ্দীন এর প্রতিষ্ঠান মেসার্স জননী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি সংশোধনপূর্বক ব্যবসা পরিচালনার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা https://corporatesangbad.com/527934/ |