অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, পাইলট নিহত

Posted on November 30, 2025

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে দুটি হালকা বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটা ঘটেছে। এ সংঘর্ষের ফলে একটি বিমান মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এর পাইলট নিহত হয় বলে জানা গেছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছ থেকে উদ্ধারকারীরা পাইলটের মৃতদেহ উদ্ধার করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিমান পরিবহন তদন্তকারীরা এই দুর্ঘটনার কারণ তদন্ত করবেন।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুটি হালকা বিমান মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা জানতে পারে।

পুলিশ জানায়, ‘বিধ্বস্ত বিমানটিতে পাইলট ছাড়া আর কোন আরোহী ছিল না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী জরুরি পরিষেবাগুলোর সদস্যরা ওই পাইলটের মৃতদেহ উদ্ধার করেছে।’

পুলিশ আরো জানায়, অন্য বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে এবং এটির পাইলট অক্ষত রয়েছেন।’