বন্ধুকে কুপিয়ে হত্যার পর কুড়াল হাতে থানায় যুবক

Posted on November 28, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামের এক শিক্ষার্থীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর ঘাতক তারই বন্ধু অহিদুল ইসলাম অনিক (২২) অস্ত্র হাতে থানায় উপস্থিত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চাইনিজ কুড়াল নিয়ে অহিদুল ইসলাম অনিক নামে এক যুবক থানায় হাজির হয়ে পুলিশকে জানায়, ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’।

এমন কথা শুনে থানা পুলিশ ঘাতক অনিককে আটক করে। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের সঙ্গে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​ত্রিশাল থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা রুবেল জানান, খুনি ওহিদুল ইসলাম অনিক বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।