![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সব কর্মকর্তা বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। তবে, একান্ত প্রয়োজনে কারো বিদেশ ভ্রমণ অপরিহার্য হয়ে পড়লে এ নিষেধাজ্ঞায় ব্যতিক্রমের সুযোগ রাখা হয়েছে।
এ নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, কোন কোন ক্ষেত্রে ভ্রমণ অপরিহার্য হিসেবে গণ্য হবে, তা স্পষ্ট করা হয়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এনবিএফআই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা https://corporatesangbad.com/527720/ |