![]() |

কর্পোরেট ডেস্ক: বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ সালাহ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এজেন্ট আউটলেটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এজেন্ট প্রতিনিধিগণ সভায় তাদের অভিজ্ঞতা, গ্রাহকের চাহিদার বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।
সভায় প্রশাসক টিম এজেন্ট আউটলেট প্রতিনিধিদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রশাসক মহোদয় এজেন্ট আউটলেটের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকের সেবা প্রদানে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেবা আরও সহজলভ্য করতে তাদের ভূমিকা, দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ, দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ত্বরান্বিত করার বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় https://corporatesangbad.com/527685/ |