৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Posted on November 27, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীক বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা ক্যাডার পদের চেয়ে চূড়ান্ত ফলে ৫০২ জন কম চাকরি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তখন ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। চূড়ান্ত ফলে নিয়োগের সুপারিশ করা হয়েছে ১৮০৭ জনকে।

আবেদন নেওয়ার সাড়ে পাঁচ মাসের বেশি সময় পর ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এতে অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।

এরপর গত ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়; যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ প্রার্থী। এ বিসিএসের ভাইভা পরীক্ষা গত ৮ জুলাই শুরু করেছিল পিএসসি, যা চলে ১০ নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনর্গঠিত পিএসসি বিসিএসে গতি আনার চেষ্টা করছে, যা নিয়ে চাকরিপ্রার্থীদের দাবি ছিল অনেক দিনের।