একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

Posted on November 27, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: একযোগে দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৩০ নভেম্বর বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তার দপ্তর/ কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয় সরকার। তার আগে দুপুরে একযোগে ৬৪ জেলার পুলিশ সুপার পরিবর্তন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে করে ধারাবাহিকভাবে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে সরকার।

বদলিকৃত ইউএনওদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন

একসঙ্গে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি