![]() |

কর্পোরেট ডেস্ক: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় ক্যাম্পাসভিত্তিক প্রোডাক্ট ইনোভেশন প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল সিজন ৪’-এর গ্র্যান্ড ফাইনাল সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম জিনক্সড। ‘ইনোভেট উইথ ইমপ্যাক্ট’ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেশের তরুণদের বাস্তবসম্মত ও উদ্ভাবনী আইডিয়া তৈরিতে উৎসাহিত করে আসছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির টিম ‘উপস উই ট্রাইড’ প্রথম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘দ্য ল্যানিস্টার্স’ দ্বিতীয় রানার-আপ হয়েছে। বিজয়ী তিন দলকেই ম্যারিকো বাংলাদেশ আকর্ষণীয় পুরস্কার প্রদান করে। চ্যাম্পিয়ন দল ম্যারিকো লিমিটেডের একটি আন্তর্জাতিক অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবে। গত বছরের বিজয়ী দল ম্যারিকো মালয়েশিয়াতে ইন্টার্নশিপ করেছিল। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় রানার-আপ দলও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ পাবে। তিনটি দলই আগামী ডিসেম্বরে গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
গ্র্যান্ড ফাইনালের বিচারক হিসেবে ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কি-মেকার্স কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার স্বানন শাহরিয়ার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ।
এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ওভার দ্য ওয়াল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণ উদ্ভাবকরা নতুন আইডিয়া নিয়ে আসে এবং তা বাস্তবায়নের পথে এগিয়ে যায়। এ বছর অংশগ্রহণকারীরা অসাধারণ সৃজনশীলতা ও নিষ্ঠা দেখিয়েছে। তাদের যাত্রায় অংশ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা বিশ্বাস করি তাদের এই সৃজনশীলতা বাস্তব পরিবর্তন আনবে।”
প্রতিযোগিতায় এবার সর্বোচ্চ অংশগ্রহণ দেখা গেছে। বাংলাদেশের ৪৫ টিরও বেশি ক্যাম্পাস থেকে ৬ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। আইডিয়া সাবমিশন, ডেভেলপমেন্ট রাউন্ড ও মেন্টরশিপসহ একাধিক ধাপ অতিক্রম করার পর ছয়টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল রাউন্ডে তারা প্রযুক্তিগত এবং টেকসই ও সৃজনশীল ব্যবসায়িক কৌশলের সমন্বয়ে ভবিষ্যতমুখী বিভিন্ন সমাধান তুলে ধরে।
উদ্যোগটি প্রসঙ্গে মারিকো বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর কে এম সাব্বির আহমেদ বলেন, “ওভার দ্য ওয়ালের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মানসিকতা গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই উদ্ভাবনী তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং ইতিবাচক অগ্রগতির পথ দেখাবে”
চতুর্থ আসরের সফল সমাপ্তির মাধ্যমে ‘ওভার দ্য ওয়াল’ দেশের উদীয়মান নেতৃত্ব ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ম্যারিকো বাংলাদেশ তাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মারিকো বাংলাদেশের ‘ওভার দ্য ওয়াল’ সিজন-৪ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত https://corporatesangbad.com/527590/ |