আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি

Posted on November 26, 2025

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায়, সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অপারেশনাল নেটওয়ার্কে নির্বিঘ্নে প্রিমিয়াম সংগ্রহ, উন্নত সুরক্ষা, রিয়েল-টাইম রিপোর্টিং এবং আরও দক্ষ আর্থিক সমন্বয় নিশ্চিত করা যাবে। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে এই অংশীদারিত্ব ডিজিটাল আর্থিক পরিষেবায় নতুন মানদ- স্থাপন করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির মাধ্যমে উদ্ভাবনী ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে এবং কর্পোরেট গ্রাহকদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে।