![]() |

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্যাটেজি (আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন) ঠিক করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী ৩০ নভেম্বর বসার কথা রয়েছে। সেখানে ডেপ্লয়মেন্ট স্ট্যাটেজি ফাইনাল হবে।
সিইসি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
আরও পড়ুন: ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে: ইসি সচিব
যারা অংশগ্রহণের সুযোগ না দিলে নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে, তাদের বিষয়ে কমিশন সচেতন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে বদ্ধপরিকর।
সিইসি আরও বলেন, তফসিল ঘোষণার পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আমরা আশা করছি। পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
নির্বাচন চলাকালীন সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি উদ্ভব হলে প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে।
সিইসি আরো বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলো লাল ও হলুদ শ্রেণিতে ভাগ করা হবে: সিইসি https://corporatesangbad.com/527552/ |