![]() |

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এই আসরের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
সূচি অনুযায়ী, বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিনে মাঠে নামবে বাংলাদেশও; সেদিন টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।
মোট ২০টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল। বাংলাদেশ আছে 'সি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি।
গ্রুপ পর্বের শুরুতেই বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী দিনেই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিকাল ৩টা ৩০ মিনিটে।
এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে ইতালির বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচের মতো ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচেও কলকাতায় বিকাল ৩টা ৩০ মিনিটে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে 'সুপার এইটে'। এই আটটি দল আবার দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
সুপার এইটের উভয় গ্রুপের খেলা শেষে শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, যেখান থেকে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। আগামী ৮ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের।
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের সূচি
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি: ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি: নেপাল, মুম্বাই
কোন গ্রুপে কোন কোন দল
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমানবাংলাদেশ ভ্রমণ
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’: সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি https://corporatesangbad.com/527538/ |