ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকের সাথে খুলনা জোনের গ্রাহকদের মতবিনিময়

Posted on November 25, 2025

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

ব্যাংকের খুলনা জোনাল অফিসে অনুষ্ঠিত এ সভায় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং খুলনা জোনপ্রধান মোঃ আব্দুর রউফসহ ব্যাংকের গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিমিয় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের তারল্য চাহিদাসহ বিভিন্ন ব্যাংকিং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সেসব বিষয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রাহকদের আরো আস্থার সাথে এই ব্যাংকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

সভায় গ্রাহকরা জানান, দীর্ঘদিন তারা এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সার্বিক সেবা কার্যক্রম ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট। তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন তারা।