![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উত্থাপিত এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক দরপত্র (কোটেশন) পদ্ধতিতে জ্বালানি তেল আমদানি করা হবে। যাতে ২০২৬ সালের প্রথম ছয় মাস জাতীয় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন থাকে। বিস্তারিত পর্যালোচনা শেষে কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করে।
কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিত এ আমদানি বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন https://corporatesangbad.com/527427/ |