মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলে এএমএল ও সিএফটি প্রশিক্ষন-২০২৫ অনুষ্ঠিত

Posted on November 24, 2025

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ব্যাংক খাতে মানি লন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়াতে মেঘনা ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে এএমএল প্রশিক্ষন-২০২৫ আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এই প্রশিক্ষনটি পরিচালনা করেছেন, জনাব মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ এবং জনাব শাহালম কাজী, যুগ্ন পরিচালক, বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক।

উক্ত প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব রাশেদুল আলম, ও উপ-প্রধান মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা জনাব মো: নিজাম উদ্দিন পারভেজ।

উক্ত প্রশিক্ষনের উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর নির্দেশিকার মোতাবেক মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম, সন্দেহজনক আর্থিক কার্যক্রম ও লেনদেন সনাক্তকরণ এবং রিপোর্ট করার ক্ষেত্রে অধিকতর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।