মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Posted on November 24, 2025

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২৪-২০২৫ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পুরস্কৃত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি-গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এসময় বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তৌহিদ হোসেন, ভাইস প্রসিডেন্ট ও হেড অব এডিসি অপারেশন মোঃ শাখাওয়াত উল্লাহ, পাশাপাশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংকের এমডি/সিইও, ফিনটেক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ।

এই সম্মাননা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আধুনিক, শরীয়াহ-সম্মত আর্থিক সেবা, উদ্ভাবনী ডিজিটাল সমাধান এবং নিরাপদ ও কার্যকর গ্রাহক লেনদেনের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে যা ব্যাংকটির ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।