![]() |

কর্পোরেট ডেস্ক: এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’–এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগিতায় সম্প্রতি মানিকগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদেরকে আধুনিক ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, ডিজিটাল মার্কেটিং, উদ্ভাবনী ব্যবসা পরিকল্পনা প্রণয়নসহ উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো: আইয়ুব আলী। এছাড়াও ইউসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নওশাদ মুস্তফা বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ নতুন উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি তরুণদের কর্মসংস্থান ও নতুন নতুন ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণ তাদের ব্যবসায়িক পরিকল্পনা, বাজার বুঝতে পারা, আর্থিক সক্ষমতা অর্জন এবং ব্যবসা সম্প্রসারণে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়েছে। তারা অর্জিত দক্ষতা ব্যবহার করে টেকসই ব্যবসা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| তরুণদের কর্মসংস্থান ও নতুন ব্যবসা প্রসারে ইউসিবির প্রশিক্ষণ অনুষ্ঠিত https://corporatesangbad.com/527369/ |