মানিকগঞ্জে উত্তেজনা: বাউল ভক্তদের মানববন্ধনে তৌহিদী জনতার হামলা, আহত ৪

Posted on November 23, 2025

নিজস্ব প্রতিনিধি : বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন স্থানে তৌহিদী জনতা ও বাউল ভক্তদের পৃথক কর্মসূচি ঘিরে কয়েক দফা বিশৃঙ্খলা দেখা দেয়।

নির্ধারিত সময়সূচি আলাদা করে দেওয়ার পরও বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে দুই পক্ষের উপস্থিতিতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এক পর্যায়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর তৌহিদী জনতার একটি অংশ হামলা চালায়। এতে বাউল ভক্ত শিবালয়ের সাঁকরাইলের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুরের আরিফুল ইসলাম আহত হন।

হামলার সময় তৌহিদী জনতার মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আলীমও আহত হন। চারজনকেই দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, একইদিন দুই পক্ষের আলাদা কর্মসূচি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার শঙ্কা ছিল। এজন্য সময় পরিবর্তন করে পৃথকভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিক্ষোভ মিছিল শেষে তৌহিদী জনতার একটি অংশ ছত্রভঙ্গ হয়ে বাউল ভক্তদের দিকে ঝুঁকে পড়ে এবং হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,“ঘটনাস্থলের পাশে পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার এক গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে আছেন।