![]() |

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইল-এর মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) জানিয়েছে, দ্য টেলিগ্রাফ সংবাদপত্রটি কেনার জন্য তারা মার্কিন-আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডের চুক্তি করেছে।
শনিবার (২২ নভেম্বর) লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০কোটি পাউন্ড মূল্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি।’
১৭০ বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রটি কিনে নেওয়ার সম্ভাবনা ডিএমজিটিকে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ডানপন্থী মিডিয়া গ্রুপে পরিণত করতে পারে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল https://corporatesangbad.com/527224/ |