![]() |

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ভূমিকম্পের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ হয়নি এখনও। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করাসহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। নরসিংদী শহরে হেলেপড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ।
আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনরা বাড়ি ফিরে গেছেন। এদিকে নিহত পিতাপুত্রসহ ৫ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।
এছাড়া ভূমিকম্পে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউজে ফাটলসহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটল পাওয়া গেছে। অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন।
এদিকে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আগুনে ক্ষতিগ্রস্তের পর জাতীয় গ্রিডের সাথে সংযোগ রাতেই মেরামত হয়েছে।
নরসিংদী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখা, নরসিংদীর উপ পরিচালক মো: মনোয়ার হোসেন, এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই, কয়েকজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে। নরসিংদী শহরে হেলেপড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে পৌর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। পরবর্তীতে জেলা পর্যায়ের কমিটি মোট ক্ষতির পরিসংখ্যান নির্ধারণ করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নরসিংদীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরূপণ হয়নি এখনও https://corporatesangbad.com/527212/ |