সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তাইজুলের

Posted on November 23, 2025

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিবের রেকর্ড ভাঙ্গেন তাইজুল।

বাঁ-হাতি স্পিনার সাকিবকে টপকে যেতে ৫ উইকেট দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তাইজুল। টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১ ও তৃতীয় দিন আরও ৩ উইকেট শিকার করে সাকিবের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। সাকিবের সমান ২৪৬ উইকেট হয় তাইজুলের।

চতুর্থ দিন আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এন্ডি বলবির্নিকে শিকার করে সাকিবকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হন তাইজুল।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৭ টেস্ট খেলে ২৪৯ উইকেট শিকার করেছেন ২০১৪ সালে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাইজুল।

৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন সাকিব। ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ডান-হাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ।