ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে প্রশাসন

Posted on November 22, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

ভয়াবহ এই ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে শুধু নরসিংদীতেই মারা গেছেন ৫ জন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ। আহতরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভূমিকম্পের দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার ও আহত ব্যাক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যাক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাহায্য প্রত্যাশী রোগী বা নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী বা এটেনডেন্ট অথবা নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন।

ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এই দূর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এই সহায়তা প্রদান করা হবে।