আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আবাবিল এনজি কোর ব্যাংকিং সিস্টেমের প্রশিক্ষণ উদ্বোধন

Posted on November 20, 2025

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক অভ্যন্তরীণ প্রজেক্ট নেবুলা-এর (চৎড়লবপঃ ঘবনঁষধব) মাধ্যমে আধুনিক “আবাবিল এনজি (নেক্সট জেনারেশন)” কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমউদ্বোধন করেন। এর ফলে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত, সহজ ও আধুনিক হবে। এসময় মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

দেশের ব্যাংকিং খাতে দ্রুত ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নের প্রতিযোগিতা বিবেচনায় আবাবিল এনজিতে আপগ্রেডেশন ব্যাংকের জন্য একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আবাবিল এনজি ব্যাংকের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও বিশ্বমানের সেবা দিতে সক্ষম হবো এবং প্রতিযোগিতায় একটি শক্ত অবস্থান অর্জন করতে পারব।” তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ মনোযোগ ও দায়িত্বশীলতার সঙ্গে এই পরিবর্তনকে গ্রহণ করার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি প্রধান শোয়েব আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর মোহাম্মদ আমির হোসেন, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেড-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।