![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়। রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে ট্রেনের ইঞ্জিনের দিকে পেট্রলভর্তি একটি ছোট বোতল ছোড়া হলে তা ইঞ্জিনের পাশে খোলা স্থানে পড়ে।
ঘটনার সময় ট্রেনের যাত্রী বা কর্মীদের কেউ আহত হননি। ইঞ্জিনে অল্প ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি।
রেলওয়ে পুলিশ জানায়, নিক্ষেপিত বোতলে পেট্রলের সঙ্গে কাপড় ব্যবহার করা হয়েছিল। ক্ষয়ক্ষতি সীমিত থাকায় এ ঘটনায় মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন আইনের আওতায় ঘটনা বিবেচিত হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ঘটনার পর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিরাজগঞ্জে চলন্ত চিত্রা এক্সপ্রেসে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা https://corporatesangbad.com/527051/ |