একদিনেই রেমিটেন্স এসেছে ১০৯ মিলিয়ন ডলার

Posted on November 19, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে। চলতি মাসের ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১,৯০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১,৪৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৩০.৭ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১৮ নভেম্বর প্রবাসী আয় এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২,০৫৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১০,৩৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনীতির সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে।