বিনোদন ডেস্ক : মিস নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায় উঠল মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট। থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড প্রথম রানার আপ হয়েছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় শনিবার রাত থেকে শুরু হয়েছিল মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান। ৮৪ টি দেশের জাতীয় প্রতিযোগিতার বিজয়ীরা এই বছরের মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে শেনিস পালাসিওসের জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কার জীবনে একটি দিন কাটাতে বেছে নেবেন?
প্যালাসিওস জানান, তিনি ১৮শতকের ব্রিটিশ দার্শনিক এবং নারীবাদী মেরি ওলস্টোনক্রাফ্টকে বেছে নিবেন।
প্যালাসিওস বলেন, তিনি সীমানা ভেঙেছিলেন এবং অনেক নারীকে সুযোগ করে দিয়েছেন। আজ নারীদের জন্য কোনো সীমাবদ্ধতা নেই।
এ বছরের ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৮৪টি দেশের প্রতিযোগী। আর বিচারকদের মধ্যে ছিলেন টিকটক ইনফ্লুয়েন্সার আভানি গ্রেগ, ‘কুইয়ার আই’ তারকা কারসন ক্রেসলি, মডেল হালিমা এডেন এবং সাবেক দুই মিস ইউনিভার্স বিজয়ী