![]() |

স্পোর্টস ডেস্ক: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ এক ছাদের নিচে বসেছিল বিশ্বের ক্রিকেট তারকাদের জমজমাট আসর। ২০২৫ আবুধাবি টি–১০ আসরের পর্দা ওঠার আগেই আটটি ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার ও অধিনায়কেরা হাজির হন প্রাক–মৌসুম সংবাদ সম্মেলনে। প্রথম দিনেই নর্দান ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদ।
উপস্থিত ছিলেন কায়রন পোলার্ড (ইউএই বুলস), থিসারা পেরেরা (নর্দার্ন ওয়ারিয়র্স), সাকিব আল হাসান (রয়্যাল চ্যাম্পস), ফাফ ডু প্লেসিস (ভিস্তা রাইডার্স), স্যাম বিলিংস (অ্যাসপিন স্ট্যালিয়নস), লিয়াম লিভিংস্টোন (কোয়েটা ক্যাভালরি), নিকোলাস পুরান (ডেকান গ্ল্যাডিয়েটর্স) এবং মঈন আলী (আজমান টাইটানস)।
সংবাদ সম্মেলনে ছিল টানটান উত্তেজনা। তারকারা বললেন টি–১০-এর দ্রুতগতির, আক্রমণাত্মক ক্রিকেটই এখন দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। মাত্র ১০ ওভারের লড়াই হওয়ায় শুরু থেকেই ব্যাট–বল ধাওয়া চলে আগ্রাসনের, যা দর্শকদের টেনে রাখে শেষ মুহূর্ত পর্যন্ত। আইকনিক আবুধাবি ভেন্যুতে খেলতে পেরে তারা নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করেন।
টি–১০ গ্লোবাল স্পোর্টস ও মুল্ক হোল্ডিংসের চেয়ারম্যান শাহজি উল মুলক বলেন, ‘প্রতি বছরই টি–১০ আরও জনপ্রিয় হচ্ছে। বিশ্বের বড় তারকা ক্রিকেটারদের আবারও একত্রে পাওয়া আমাদের জন্য গর্বের। এবারের আসর যে আরও বড় হবে, সে বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস আছে।’
আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবের প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘২০২৫ টি–১০–এ আমরা দর্শকদের আবারও স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। খেলোয়াড়দের মান, প্রতিযোগিতার তীব্রতা—সব মিলিয়ে এবারের মৌসুম নতুন মাত্রা যোগ করবে।’
এবারের আসরে মোট ১৩ দিনে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ব ক্রিকেটের দ্রুততম এই ফরম্যাটে প্রতি দল খেলবে মাত্র ১০ ওভার করে—৯০ মিনিটের দৃষ্টিনন্দন, ঝড়ো লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কোয়েটা ক্যাভালরি ও নর্দার্ন ওয়ারিয়র্স। নর্দানে মাঠ মাতাবেন তাসকিন। এরপর খেলবে গতবারের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স ও ইউএই বুলস।
প্রথম পর্বে প্রতিটি দল অন্য সব দলের সঙ্গে খেলবে। ২৮টি গ্রুপ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল যাবে প্লে–অফে। প্লে–অফ শুরু হবে ২৯ নভেম্বর—কোয়ালিফায়ার–১ এ মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় দল, আর তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার–২ এবং একই দিন পর্দা নামবে টুর্নামেন্টের।
সকল ম্যাচই হবে আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে—যার দ্রুত আউটফিল্ড আর আলো ঝলমলে গ্যালারি টি–১০ ফরম্যাটকে আরও প্রাণবন্ত করে তোলে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আবুধাবি টি–টেনের প্রথম দিনেই মাঠে নামছেন তাসকিন https://corporatesangbad.com/526917/ |