![]() |

কর্পোরেট ডেস্ক: এমটিবি ক্যাপিটাল সম্প্রতি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাটারি প্রস্তুতকারক হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আব্দুল্লাহ ব্যাটারি কো. (প্রাঃ) লিমিটেড এর ১৫০ কোটি টাকার সিকিউরড প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য তথ্য স্মারক আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও বিতরণ করেছে। এমটিবি ক্যাপিটাল এই লেনদেনের লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে।
এই প্রেফারেন্স শেয়ারটি হবে সিকিউরড, অ-পরিবর্তনযোগ্য এবং সম্পূর্ণরূপে পরিশোধযোগ্য ক্রমবর্ধমান প্রেফারেন্স শেয়ার। বিনিয়োগকারীদের সুরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে, ইস্যুকারী একটি ব্যাংক গ্যারান্টি প্রদান করবে যা অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়া হবে।
আব্দুল্লাহ ব্যাটারি কো. (প্রাঃ) লি. দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে এই অর্থায়ন উদ্যোগ গ্রহণ করেছে, যা মূলধন কাঠামো শক্তিশালীকরণ, ব্যবসা সম্প্রসারণ, কার্যকর কর্মপরিধি ব্যবস্থাপনা এবং উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধে সহায়তা করবে। এর মাধ্যমে আগামী তিন বছরে উৎপাদন সক্ষমতা ৬৭% বৃদ্ধি, রাজস্ব আয় ৮৮% বৃদ্ধি এবং বাজার শেয়ার ৫০% সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উক্ত তথ্য স্মারক প্রকাশ অনুষ্ঠানটি ১৩ নভেম্বর ২০২৫ তারিখে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমটিবি, এমটিবি ক্যাপিটাল এবং আব্দুল্লাহ ব্যাটারি কো. (প্রাঃ) লি.-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ক্যাপিটাল জানায়, কর্পোরেট খাতে টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তারা উদ্ভাবনী কাঠামোবদ্ধ ও বিকল্প অর্থায়ন সমাধানে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ বাংলাদেশের কর্পোরেট খাতে বিকল্প অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আব্দুল্লাহ ব্যাটারি’র ১৫০ কোটি টাকার সিকিউরড প্রেফারেন্স শেয়ার তথ্য স্মারক প্রকাশ https://corporatesangbad.com/526914/ |