![]() |

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল রিকভারি জোরদার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণের ৩২টি শাখা ব্যবস্থাপকের সাথে রোববার (১৬ নভেম্বর) সরাসরি ও জ্যুম প্ল্যাটফর্মে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ সালাহ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ রাশেদুল ইসলাম। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
জনাব মোঃ সালাহ উদ্দীন বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রিকভারি কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। প্রতিটি শাখার খেলাপি গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিনিয়োগ আদায়ে জোরদার কার্যক্রম গ্রহণের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে শাখা ব্যবস্থাপকদের তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, অবলোপনযাগ্য নয় এমন বিনিয়োগ দ্রুত শনাক্ত করে যথাযথ পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতে হবে, গ্রাহকের ব্যবসায়িক অবস্থা বুঝে যৌক্তিক সমাধান দেওয়ার লক্ষ্যে তাদের সঙ্গে নিয়মিত ফলোআপ বজায় রাখতে হবে, ডকুমেন্টেশন ও পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে হবে। রিকভারি টিমগুলোর সঙ্গে শাখাসমূহের সমন্বয় আরও দৃঢ় করতে হবে, যেন প্রত্যেকটি অ্যাকাউন্টে আদায়ের অগ্রগতি দৃশ্যমান হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সোশ্যাল ইসলামী ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকদের সাথে প্রশাসক টিমের রিকভারি সংক্রান্ত মত বিনিময় সভা https://corporatesangbad.com/526902/ |