![]() |

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সীমান্তে এলাকায় কচুয়া নদীর চৌকিদহ ব্রিজের নিজ থেকে আমিনুল সেখ (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে এলাকাবাসী কচুয়া নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। আমিনুল সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর শহর এলকার রায়পুর গ্রামের মোঃ আয়নাল সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যার পর নদীতে ফেলে পালিয়ে গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, কুচুয়া নদীতে এক যুবকের লাশ ভেসে উঠেছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছপ।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| উল্লাপাড়ায় ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার https://corporatesangbad.com/526687/ |