![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি বসতঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—নালিতাবাড়ী খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩৫) ও তার শিশু কন্যা নুরিয়া খাতুন (৭)।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য রতনের শ্বশুর দুলাল মিয়া ও তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, রতন মিয়ার স্ত্রী জুলেখা খাতুন দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। আর রতন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে তার স্ত্রী ছুটি নিয়ে দেশে আসেন। কিন্তু রতন চাইতেন না তার স্ত্রী দুবাই যাক। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। রতন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করলেও ছুটিতে তিনি তার শ্বশুরবাড়িতে আসতেন।
আজ বুধবার রতনের স্ত্রীর আবারও বিদেশ যাওয়ার কথা ছিল। রতন ঢাকা থেকে গতকাল মঙ্গলবার শ্বশুরবাড়িতে আসেন। বুধবার রাত ৩টার দিকে ঘর থেকে চিৎকারের শব্দ শুনে রতনের শশুর দুলাল মিয়া ও তার স্ত্রী ঘরের দরজা ভেঙে ভেতরে রতন ও তার মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পাশাপাশি জুলেখাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের শ্বশুর ও শাশুড়িকে থানায় নিয়ে এসেছি। বিদেশ যাওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল শুনেছি। তবে কে কাকে মেরেছে বা অন্য কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| হালুয়াঘাটে শ্বশুরবাড়ির বসতঘর থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/526627/ |