নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুশামুদ্দিন চৌধুরী ফুলতলী।
এসময় প্রতিনিধিদল কারিকুলাম ও শিক্ষাব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্কুল ও মাদরাসার বিভিন্ন পাঠ্যপুস্তকে মুসলিম সভ্যতার গৌরব না থাকার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রধানমন্ত্রীর সঙ্গে আনজুমানে আল ইসলাহ প্রতিনিধিদলের সাক্ষাৎ https://corporatesangbad.com/5266/ |